মালদা: খাদ্য ও পরিষেবা সঠিক না মেলায় কোয়রান্টিন সেন্টার থেকে বেরিয়ে পথ অবরোধ করলো পরিযায়ী শ্রমিকরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ির বাবলা কমলপুর এলাকায়। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসায় কোয়রান্টিন সেন্টারে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের রাখা হয়েছে। অনেক শ্রমিকের করোনার পরীক্ষাও করানো হয়নি। শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থাও নেই। অনেকের পরিবারের লোকজন কোয়রান্টিন সেন্টারে খাবার নিয়ে আসছে। পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা পরিষেবা না মেলায় কোয়রান্টিন সেন্টার থেকে বেরিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পরিযায়ী শ্রমিকরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোথাবাড়ি থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন দুই আধিকারিক। দুই আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে পুনরায় কোয়রান্টিনে ফিরে যায় শ্রমিকরা।