উত্তর ২৪ পরগনা : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার যশুর দর্জিপাড়া এলাকায় । ধৃতের নাম রিন্টু ঘোষ । পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাতে হাবড়া থানার পুলিশের কাছে খবর আসে হাবড়া বামিহাটি প্রাথমিক বিদ্যালয় এর কাছে এক ব্যক্তি সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘোরি করছে সেই মতো হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিন্টু কে আটক করে তল্লাশি চালায়।ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে বুধবার দুপুরে তোলা হবে বারাসাত আদালতে। ধৃত পুলিশের জেরার মুখে স্বীকার করেছেন যে তিনি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য নিয়ে আসতেন। তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সমস্ত বিষয়গুলি ক্ষতিয়ে দেখছে পুলিশ।