রাতের অন্ধকারে এক গ্রহরাজ মন্দিরে গো মাংস ঝুলিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকায়। মন্দিরে গো মাংস রাখার প্রতিবাদে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পোঁছায় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট মহকুমা আধিকারিক সহ পুলিশ প্রশাসনের একাধিক কর্তাব্যাক্তিরা। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের আবেদন করা হয় । পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।