নদীয়া : জীবিত মানুষের ডেট সার্টিফিকেট। খোদ কল্যাণী কোভিড হাসপাতালের ঘটনা। শেষকৃত্যের জন্য ডোম বডি আনতে গিয়ে চক্ষু চড়কগাছ। ধানতলা থানার হিজলির বাসিন্দা সুব্রত কর্মকার , বয়স ২৬ । জ্বর, বুকে ব্যাথা নিয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল তার । পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রেফার করা হয় কল্যাণী NSS কোভিড হাসপাতালে। ১৪ তারিখ শুক্রবার হসপিটাল এর তরফ থেকে রোগীর বাড়িতে খবর দেওয়া হয় রোগীর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের হাতে হসপিটাল থেকে ডেট সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। ডোম কোভিড স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাহর জন্য আনতে গিয়ে চক্ষু চড়কগাছ । দিব্যি সুস্থ কোভিড আক্রান্ত রোগী সুব্রত কর্মকার তখন বেডে বসে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। হাসপাতালের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ তোলে রোগীর পরিজনরা। এমন ঘটনায় হতবাক পরিবার। আতঙ্কে চিকিৎসাধীন ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে যেতে বাধ্য হয় পরিবারের লোকজন।