নদীয়া : কারখানার মালিকপক্ষের ও সাধারণ মানুষের মতের অমিলে সাতদিন ধরে বন্ধ রাখা হয়েছে চাল তৈরির কারখানাগুলি। নদিয়ার শান্তিপুর নিরসিংহ পুর কালনা ঘাটের চাল তৈরির কারখানার শর্ট এক্স মেশিনের মূল্যবৃদ্ধি করেছে বেশকিছু কারখানার মালিক , কিন্তু ধান খোয়াতে আসা সাধারণ মানুষ মানতে তা নারাজ। তাদের দাবি আগের মত ৪০ টাকা মূল্যেই মেশিনে ধান খোওয়াতে হবে। আর তারই প্রতিবাদে শুক্রবার পথে নামলো চাল খোয়াতে আসা সাধারণ মানুষ। তাদের দাবি , মালিকদের শর্টএক্স মেশিন গুলি চালিয়ে যথেষ্ট লাভ হয় কিন্তু তারা আরও লাভের আশায় কারখানাগুলো বন্ধ রেখেছে তাই বিপাকে পড়েছে চাল তৈরির কারখানার শ্রমিকসহ চাল খোয়াতে আসা সাধারণ মানুষ। তারা যেন অবিলম্বে কারখানাগুলি খোলার ব্যবস্থা করে সেই দাবিতেই আজকে তারা পথে নেমে বিক্ষোভ দেখায় । আজকের এই প্রতিবাদ মিছিলে শুধু শ্রমিক ও সাধারণ মানুষই নয় , সাথে একই সুরে প্রতিবাদ করতে দেখা যায় ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের।