রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার কৃষকরা সবার আগে কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাবেন , ভোটের আগে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। ভোটে না জিতলেও সেই প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী। আজ ভার্চুয়াল ভাবে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি ঘোষণা করেন , পিএম কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের উদ্দেশ্যে বছরে ৬ হাজার টাকা অনুদান দেয় কেন্দ্র। যা দেওয়া হবে মোট তিন কিস্তিতে। বাংলার প্রায় ৭ লক্ষ কৃষককে সেই কিষাণনিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় ১৯ হাজার কোটি টাকা দেশের কৃষকদের খাতে জমা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । কৃষকদের কিষাণ নিধি প্রকল্প বিষয়ক কথার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্যেও বার্তা দেন তিনি।