আসানসোল : কোভিড অতিমারির সময়ে পরিস্থিতির মোকাবিলা করতে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হল আসানসোল জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এবার আসানসোল জেলা হাসপাতালে বসতে চলেছে অক্সিজেন উৎপাদন প্লান্ট। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের উদ্দোগে তৈরি হতে চলেছে এই প্লান্ট , ইতিমধ্যেই প্লান্টের জন্য একপ্রস্থ জমি দেখার কাজও শেষ হয়েছে জেলা হাসপাতাল চত্ত্বরে । হাসপাতাল সূত্রে জানা গেছে, এই মূহুর্তে ৬০ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যা দিয়ে এখন রোগী দের চিকিৎসা চলছে। আপাতত দুটি অক্সিজেন প্লান্ট বসানোর ব্যবস্থা হবে বলেও জানা গিয়েছে। পূর্বেই জেলা হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বাড়িয়ে ৯০ টি ও অন্যান্য ৪০ টি বেড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।