চিড়ে ভিজলো না নির্বাচন কমিশনের আশ্বাসেও। বারাসাতের এক অংশের মানুষ ভাঙাচোরা রাস্তা দিয়ে রাজী না হাঁটতে । নতুন রাস্তা দিয়ে হেঁটে ভোট দিতে যেতে চান তাঁরা । কিন্তু আগামী দিনে রাস্তা বা জল অথবা নিকাশী ব্যবস্থা হয়ে যাবে আশ্বাস পেলেও ভোটের আগে রাস্তা হয়ে যাবে সে নিশ্চয়তা কোথায়?ফলে ভোটদান থেকে বিরত থাকবেন তাঁরা, অনড় তেত্রিশ নম্বর ওয়ার্ডের একটি অংশের বাসিন্দারা। মঙ্গলবার এলাকা পরিদর্শন করে নিবার্চন কমিশন অনেক কথা বললেও তা স্রেফ গালভরা বুলি বিক্ষুব্ধ ও উন্নয়নের আলো থেকে বঞ্চিত মানুষদের কাছে ।গণতন্ত্রের বৃহত্তম উৎসব থেকে থেকে সরে থাকার ইচ্ছে না থাকলেও তেমনটাই করতে হচ্ছে বারাসাত পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের একাংশের..