এজেন্ট দের বিভিন্ন দাবিদাবা নিয়ে রামপুরহাট LIC অফিসের সামনে বিক্ষোভ দেখায় এজেন্ট দের একাংশ।তাদের দাবি কেন্দ্রীয় সরকার LIC fdi নীতি প্রয়োগ করেছে তার বিরোধিতা ,এজেন্ট দের কমিশন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ তারা কর্মবিরতি করে বিক্ষোভ দেখায়।তাদের আসা সারা ভারতে যে ভাবে আন্দোলন হচ্ছে তাতে তাদের সমস্যার সমাধান হবে বলে তারা মনে করেন।