বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দের বিরুদ্ধে।আহত এক বিজেপি কর্মী, তাকে নলহাটি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওযা় হয়েছে।ঘটনাটি ঘটেছে বীরভূমের হাসঁন বিধান সভার নলহাটি থানার ডেটারামপুর গ্রামের ঘটনা।অভিযোগ বিজেপি কর্মীর বাড়িতে রাজনৈতিক বিষয় আলোচনা করতে যায় দিনেশ মাল সহ কয়েকজন।হটাত করে 10থেকে 15জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের উপর আক্রমন করে।অন্য রা পালিয়ে গেলেও দিনেশ মালকে ধরে লাঠি রড নিয়ে মারধোর করে বলে অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করেছে