বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ব্যারাকপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গাড়িতে রুটিন তল্লাশি চালানো হচ্ছিল সেই সময় ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের কাছে একটি ট্যাক্সি কে আটক করে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক বিভাগের কর্তব্যরত আধিকারিকের গাড়িতে তল্লাশি করতে গিয়ে দেখা যায় গাড়ির ভেতরে রয়েছে বিপুল পরিমাণ ওষুধ কিন্তু ওষুধের কোন বৈধ কাগজ দেখাতে পারেননি গাড়িতে থাকা ব্যক্তি এরপর গাড়িটিকে আটক করে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে নিয়ে আসা হয় সেখান থেকে গাড়িটিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয় গাড়িতে থাকা চালক এবং যাত্রী জানিয়েছেন ইছাপুর থেকে বিরাটির উদ্দেশ্যে এই ওষুধ গুলো নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু কী কারণে ওষুধের কোন বৈধ কাগজ নেই সেই বিষয়ে কিছুই বলতে পারেননি তারা