ভাটপাড়ায় করোনা আক্রান্ত বছর ৪০ এর এক মহিলা। ভাটপাড়া পৌরসভার ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা এই মহিলার দেহে করোনা ভাইরাসের হদিস মেলে রবিবার। জানা যায়, মহিলার স্বামী বাড়ি বাড়ি গিয়ে ইলেকট্রিক বিল সংগ্রহ করে থাকেন। বেশ কয়েকদিন ধরেই তার স্ত্রী অর্থাৎ ২৭ নং ওয়ার্ডের ওই মহিলা অসুস্থ ছিলেন। ফলে করোনা টেষ্ট করায় এদিন তার রির্পোট পজেটিভ আসে। খবর পাওয়ার সাথে সাথেই তাকে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবং মহিলার স্বামী ও মেয়েকেও ভাটপাড়া পৌরসভার তরফে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এলাকায় শুরু হয় প্রশাসনিক তৎপরতা। ঐ অঞ্চলটিকে সম্পূর্ণ ভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘিরে দেওয়া হয়।