ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম। ফের আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আগামী বৃহস্পতিবার সভা করার কথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। সেই সভার জন্য খামারপাড়া রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগাচ্ছিলেন আব্বাস সিদ্দিকির দল, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেইসময় চড়াও হয় তৃণমূল কর্মীরা। রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগানোর প্রতিবাদে মারধরে করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন আব্বাসের ৪-৫ জন অনুগামী। রাতে থানায় অভিযোগ দায়ের হয়। তবে ঘটনার কথা অস্বীকার তৃণমূল নেতৃত্ব।