১০-ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জনসভার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে আসেন জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, আগামীকাল রায়গঞ্জ স্টেডিয়ামে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে সভা করে ফের মালদার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ সামনের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে, দলীয় কর্মী-সভায় যোগ দিতে এই রায়গঞ্জ সফর তৃণমূল সুপ্রিমোর। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরেও। ইতিমধ্যেই, সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকেরা।