কেশিয়াড়ী ব্লকের খাজরা বিবেকানন্দ গ্রামীন মেলার দ্বিতীয় দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা সভার আয়োজন করলো বিদ্যাসাগর দ্বিশতবর্ষ উদযাপন কমিটি। বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় সংগঠের পক্ষ থেকে। এদিন বিদ্যাসাগরের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে পদযাত্রায় পা মেলায় ছাত্র ছাত্রীরা। এদিনের এই পদযাত্রা সারা খাজরা বাজার এলাকা পরিক্রমা মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।এদিন মেলার বুধমঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই আলোচনা সভা সংগঠিত হয়। বিশিষ্ট অতিথিরা বিদ্যাসাগরের নানা কাহিনি তুলে ধরেন বক্তব্যে। এদিন ছাত্র ছাত্রীরা নাচ,গান আবৃত্তি পরিবেশন করে। এদিনের এই মঞ্চ থেকে এলাকার গরীব দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া সংগঠনের পক্ষ থেকে। এদিন প্রায় এলাকার ৫০ জন গরীব ও দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিদ্যাসাগরের ২০১ তম জন্মবর্ষে তাঁর জীবনাদর্শের চর্চা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।