সামনেই একুশের নির্বাচন। উপ্তত রাজ্য রাজনীতি। বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভা ভোটের আগেই ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি দক্ষিন দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট ব্লকে। শুক্রবার ৫-ই ফেব্রুয়ারি কৃষক বাজারে বালুরঘাট ব্লকের মোট চারটি স্কুলের ৪৮৭ জন ছাত্র-ছাত্রীকে এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়েছে। এই সাইকের এর কারণে উপকৃত হবে দরিদ্র ছাত্রছাত্রী যাদের স্কুলের বা টিউশনি যেতে গেলে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়। সেই সমস্ত ছাত্র-ছাত্রী কথা মাথায় রেখে রাজ্য সরকার চালু করেছিল সবুজ সাথী প্রকল্প।