বর্ধমান পৌরসভার অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ, অচল পৌরসভার কাজকর্ম। আরো অচল হয়ে যাবে পৌরসভার কাজকর্ম হুমকি অস্থায়ী কর্মীদের।পৌর সভার অস্থায়ী কর্মীদের দশ বছর চাকরি হওয়ার সত্বেও বেতন বৃদ্ধি,অস্থায়ী থেকে স্থায়ী ও ওভারটাইম কাজ করা সহ সাত দফা দাবি নিয়ে বৃহঃস্পতিবার পৌরসভার অভ্যন্তরে অবস্থান বিক্ষোভে সামিল পৌর কর্মীরা। তারা জানান,কলকাতা থেকে শুরু করে বর্ধমানের পৌর প্রশাসকদের লিখিত আকারে সমস্যার কথা তুললেও কোনো কর্ণপাত করেননি কতৃপক্ষ। তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে সামিল পৌরসভার অস্থায়ী কর্মীরা।