নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মায়াপুর গৌরনগর এলাকায় দুষ্কৃতীর গুলিতে বেঘোরে প্রাণ হারালো রসিক শ্রুতি দাস এক ঘি ব্যবসায়ি। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে নিজের অফিসে বসে কাজ করছিলেন রিপন। হঠাৎ কে বা কারা তার অফিসে ঢুকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নিজের অফিসেই লুটিয়ে পড়ে রিপন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ প্রতিবেশীরা রিপনের অফিসের সাটার খোলা দেখতে পায়, তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।