আবারও শোনা গেল খেলা হবে,ভয়ঙ্কর খেলা হবে স্লোগান। মঙ্গলবার বীরভূম জেলা প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান প্রলয় নায়েকর গলায় শোনা গেল। তৃণমূলের জনসভার মঞ্চে দাঁড়িয়ে এই স্লোগান তুললেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ব্লকে জনসভা করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। সেই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই স্লোগান দিয়ে পদের অবমাননা করছেন প্রলয় নায়েক দাবী বিরোধীদের৷ সাথেই শিক্ষা মহলেও এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।