ভোটের মরসুমে নির্বাচন কমিশনের বড়সড় রদবদল ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে। সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের অতিরিক্ত সিইও শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও অনামিকা মজুমদার ও ডেপুটি সিইও অমিজ্যোতি ভট্টাচার্য্যকে। এদিন এই ৩ আধিকারিকের বদলির খবর দিল্লি থেকে সিইও অফিস এবং রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, শৈবাল বর্মন সাধারণত এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন-শৃঙ্খলা দেখতেন। অনামিকা মজুমদার দেখতেন ইভিএম এবং ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব। অমিত জ্যোতি ভট্টাচার্য দেখতেন মিডিয়া সেল এবং ভোটের প্রচার সংক্রান্ত সমস্ত কাজকর্ম। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে কখনও কোনও অফিসারকে সরানো হয়নি। কাজেই একে একেবারেই নজিরবিহীন ঘটনা বলছেন রাজনৈতিক মহলের একাংশ।