বিজেপির জেলা নেতাকে পথ আটকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীকারীদের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে। বিষয়টি জানিয়ে সোমবার বিকেলে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা মানস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ গতকাল রাত্রি এগারোটা নাগাদ দলীয় কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে একা বাড়ী ফিরছিলেন বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য তথা রামপুরহাট নগর মণ্ডলের পর্যবেক্ষক মানস বন্দ্যোপাধ্যায় । ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় তার পথ আটকে ধরে কয়েকজন দুষকৃতকারী। সেই সময় তিনি পালিয়ে রাস্তার ধারে থাকা একটি ধাবাতে আশ্রয় নেয় বলে জানা যায়।