শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বাড়বহলা গ্রামে দেবশ্রী দাস নামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাপ্পা সামাই নামে এক প্রতিবেশী মৃতার মেয়ে কে ফোন করে জানান, দেবশ্রী দাস আত্মহত্যার চেষ্টা করছে। এরপর শুক্রবার ভোরেই দেবশ্রী দাসের মেয়ে দেখেন মায়ের মৃতদেহ পড়ে রয়েছে তাদের চায়ের দোকানে পড়ে রয়েছে। মৃতার বাবার অভিযোগ, তার মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এবং বাপ্পা সামাইয়ের এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।