চিকিত্সার গাফিলতির জেরে নাবালকের মৃত্যু, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। বোলপুর মহকুমা হাসপাতালে রৌনক সাউ নামে এক ১৫ বছরের এক নাবালক অসুস্থ হয়ে ভর্তি হন। হাসপাতালের বিরুদ্ধে মৃতের মায়ের অভিযোগ, রোগীকে সময় মত হাসপাতালে আনা হলেও ডায়ালিসিস করতে দেরি হয়, আর সে কারণেই মৃত্যু হয়েছে রৌনক সাউয়ের। এর প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে মৃতের পরিবার। প্রসঙ্গত, এ বছরই মাধ্যমিক দেওয়ার কথা ছিল রৌনক সাউয়ের।