পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী ঘনিষ্ঠদের বাদ দিয়েই তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি সৌমেন মহাপাত্র । তিনি মঙ্গলবার বেলা ২টো নগাদ তমলুকের পার্টি অফিস থেকে সংবদিক সম্মেলন করে এই কমিটি ঘোষণা করেন এবং তিনি বলেন যে, এই নতুন কমিটিতে পুরানো কমিটির কাউকে বাদ দেওয়া হয়নি। তবে শুধুমাত্র তমলুক টাউনের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র অন্য দলে যোগ দেওয়ায়, তার পরিবর্তে চঞ্চল খাঁড়াকে সভাপতি হিসেবে ঘোষণা করা হল।