হাসপাতালে দালালদের রাজত্ব বন্ধ করতে এবার এগিয়ে এলেন খোদ ডাক্তারি পড়ুয়ারা। কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে বিভিন্ন ধরনের অবৈধ কারবার বন্ধ করতে শনিবার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল জুড়ে পোস্টারিং করে। ওই পোস্টারিং-এর মাধ্যমে রোগী এবং তাঁদের পরিবারদের সতর্ক করে দেওয়া হয়। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সরকারি এই হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। অনৈতিকভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। হাসপাতালে বিনামূল্যে পরিষেবা পেতে যাতে রোগীদের হেনস্থা হতে না হয় সেজন্য পোস্টারে কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। অবৈধভাবে কেউ টাকা চাইলে বা পরিষেবা দিতে অস্বীকার করলে ওই নাম্বারে ফোন করলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।