সারা রাজ্যের পাশাপাশি নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করছে হুগলী জেলা। এই উপলক্ষে এদিন ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। সেখানে কয়েকশো মহিলা কর্মীরা পা মেলান। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শেওড়াফুলি রেল পার্ক পর্যন্ত এই শোভাযাত্রা চলে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুপাশে ভীড় জমান সাধারন মানুষ।