শুক্রবার সরকারিভাবে পান্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় সিধু কানুর মূর্তি উন্মোচন করা হয়। তবে এই মূর্তি উন্মোচন নিয়ে বিডিও সাথী চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ, সিধু কানুর মূর্তি এখনো অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। তার মধ্যেই উদ্বোধন করা হয়ে গেল। তারই প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিডিওর নাম করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তবে এই প্রসঙ্গে খোকন মান্ডি বলেন, সরকারিভাবে এই মূর্তিকে পুনর্নির্মাণ করা হয়েছে ঠিকই। তবে এখনো মূর্তিতৈরি সম্পূর্ণ হয়নি। সেই দাবিতেই আমরা উদ্বোধন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে ছিলাম। সরকারি তরফে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অপমান করা হয়েছে। তাতেই আমরা ক্ষোভ জানিয়েছি বিডিওকে। আগামী ২৪ শে জানুয়ারি নতুন করে আবার সিধু কানুর মূর্তি উদ্বোধন করা হবে।