করোনার কারণে গতবছর বাতিল করা হয়েছিল টোকিও অলিম্পিক। একই কারণে এছরও বাতিল করা হতে পারে টোকিও অলিম্পিক। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রের খবর অনুযায়ী, গোপন বৈঠকে জাপান সরকারের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবছরও সেদেশে অলিম্পিকের আয়োজন করা সম্ভব নয়। তার পরিবর্তে ২০৩২ সালে ফের টোকিওতে অলিম্পিক আয়োজনের চেষ্টা করা হবে। যদিও, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এখনও এ বিষয়ে মুখ খোলেনি। অলিম্পিক বাতিলের কোনও সরকারি ঘোষণাও এখনও করা হয়নি।