বুধবার আমেরিকার ভাইস প্রেসিডেন্টের পদে শপথ গ্রহণ করেছেন ভারতীয় বংশোভূত কমলা হ্যারিস। তাঁর শপথ গ্রহণের পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটবার্তায় ভারতীয় কমলা হ্যারিসকে তিনি লেখেন, ‘মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন। এটা ঐতিহাসিক মুহূর্ত। ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্য তাঁর সঙ্গে আলোচনা করতে মুখিয়ে আছি। আমাদের দুনিয়ার পক্ষে পুষ্টিকর হবে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক।’