গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা করোনা টিকা নিয়েছেন, তা গত ১৮ই জানুয়ারি কোন এক সংবাদমাধ্যম প্রচার করে। তবে এই ঘটনার সত্যতা যাচাই না করেই তা প্রকাশ করা হয়। তাঁর টিকা নেওয়ার খবর সম্প্রচারিত হওয়ার পর তনি সংবাদমাধ্যমকে জানান,আমি রোগী কল্যাণ সমিতির সভাপতি। টিকা গ্রহণের প্রথম শ্রেণীতে আমার নাম রয়েছে। তাই আমি করনার টিকা পেতে পারি। অনেক সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করে সংবাদ পরিবেশন করছে। আমি সেই সংবাদমাধ্যমকে ধিক্কার জানাই।