মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়ার মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার রুক্ষ জমিতে ঘাসফুল ফোটাতে চেষ্টার কসুর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি তৃণমূল যুবদের উজ্জীবিত করেন। তিনি বলেন,”পুরুলিয়া প্রথম রাজ্য যেখানে প্রথম ভাষা আন্দোলন হয়েছিল, আমি আজই একটি বইতে পড়লাম। পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি। পুরুলিয়ার মানুষ রুখে দাঁড়াতে জানেন।” আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার।’ পাশাপাশি এই সভা থেকেই বহিরাগত তত্ত্ব, মনীষী-ইস্যু, কৃষক আইন, ফেক ভিডিও, পুলওয়ামার মতো একের পর এক ইস্যু তুলে এনে বিজেপিকে আক্রমন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন লোকসভার সময় বিজিপি অনেককেই ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লি পালিয়ে গেছে। ‘বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে।