২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে ইতিমধ্যেই ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি এবার কেন্দ্রের তরফে ২৩শে জানুয়ারি প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে মোদি সরকার। সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নেতাজির অদম্য সংকল্প ও দেশের নিঃস্বার্থ সেবার আদর্শকে সম্মান জানাতে আগামী ২৩ জানুয়ারি দিনটিকে দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। দেশনায়কের ১২৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করার কর্মসূচি নিয়েছে বিজেপি।