এবছর প্রজাতন্ত্র দিবস পালনেও করোনার কোপ। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট করা হচ্ছে। দর্শক সংখ্যাও একেবারে কমিয়ে ফেলা হবে। প্রত্যেক বছর যে পথ হাঁটা হত, সেই পথও কমিয়ে ফেলা হয়েছে অর্ধেকেরও কম। প্যারেডেও মানা হবে সামাজিক দূরত্ব। বাহিনীর মধ্যে নির্দিষ্ট দুরত্ব পালন করা হবে। সতর্কতা অবলম্বন করার জন্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের রাখা হবে। জানা গেছে, মাত্র ২৫ হাজার জন উপস্থিত থাকবে দর্শক স্থানে। দর্শক স্থানেও থাকবে সামাজিক দূরত্ব। মানা হবে কোভিড প্রোটোকল। মাস্ক পরে থাকতে হবে অনুষ্ঠানে। রাখতে হবে নিজস্ব স্যানিটাইজার। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রবেশপথে থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা।