RS-18 Sarmart’ নামের নয়া ব্যালিস্টিক মিসাইল তৈরি করল রাশিয়া। ইতিমধ্যে ফের রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই তুঙ্গে। বিশ্লেষকেরা মনে করছেন, প্রায় ৬ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ভয়াবহ ক্ষেপণাস্ত্রটি। পাশাপাশি মার্কিন জমিতে হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি বলেও মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্রুত এটিকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। রাশিয়া-আমেরিকার কাছে সর্বোচ্চ কতগুলি পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে, তা নিয়েই ওই চুক্তি হয়েছিল। সব মিলিয়ে দুই আণবিক শক্তিধর দেশের মধ্যে ফের যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।