রবিবার বিকেল থেকে সইফ আলি খানের মুম্বইয়ের বাড়ির সামনে চলছে পুলিসি টহলদারি। বাড়ির সামনে বসানো হল কড়া পাহারা। সইফ-করিনার বাড়ির সামনে পুলিসের গাড়ি এবং পুলিস অফিসারের কড়া নজরদারি নজরে আশার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি অ্যামাজন প্রাইমের নয়া ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে বিতর্ক মাথা চাড়া দিতে শুরু করেছে। ওই সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা কপিল মিশ্র, রাম কদম ও মনোজ কোটাকের। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর পরিচালক আলির বিরুদ্ধেও। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আলি আব্বাস জাফরের তরফে মুখ খোলা হয়নি। ইতিমধ্যেই, তাণ্ডব ওয়েব সিরিজটি নিষিদ্ধ করা হোক, ঠিক এমনই দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠিও পাঠান বেশ কয়েকজন বিজেপি নেতা। সবকিছু মিলিয়ে মুক্তির পর থেকেই তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছেন রাজনৈতিক মহল।