কোভিড আবহে অবশেষে সোমবার থেকে স্কুল খুলে গেল রাজধানীতে। কোরোনা সংক্রমণের জেরে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিস্থানের দরজা। অবশেষে সব দিক বিবেচনা করে স্কুল খোলার সিধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শনিবার থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে কোরোনার টিকাকরনের প্রক্রিয়া। দিল্লিতে সরকারি ও সরকারি সহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলি প্রায় ১০ মাস পরে খোলা হল। স্কুলগুলি খোলার আগে দিল্লি সরকার নির্দেশিকা জারি করেছে। মূলত, দশম ও দ্বাদশ শ্রেণির প্র্য়াকটিক্যাল, প্রোজেক্ট, প্রি-বোর্ড ও বোর্ড পরীক্ষার প্রস্থুতির জন্যই স্কুল খোলার সিধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক এবং অভিভাবকের সম্মতিপত্র ছাড়া পড়ুয়াদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না।