করোনা আবহে বহু দিন বন্ধ থাকার পর কলকাতায় মেট্রো পরিষেবা চালু হলেও তাতে ব্যবহার করতে হত ই-পাস ও স্টার্ট কার্ডের। তবে সোমবার থেকে ফের স্বাভাবিক হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা। সোমবার থেকেই কোনো ই–পাস ছাড়াই যাত্রীরা মেট্রোতে উঠতে পারবেন। তবে স্মার্ট কার্ড থাকতে হবে মেট্রো ব্যবহারের ক্ষেত্রে। আপাতত করোনা আবহে টোকেন চালু করা হচ্ছে না। এর পাশাপাশি সোমবার থেকেই বাড়ছে ট্রেনের সংখ্যা। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। মেট্রো সূত্রের খবর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় দিনের প্রথম এবং রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে। নোয়াপাড়া থেকে দিনের অন্তিম মেট্রো ছাড়বে রাত সাড়ে নটায়। ই-পাস বন্ধ হওয়ায় ও মেট্রোর সংখ্যা বাড়ায় খুশি যাত্রীরা।