মকর সংক্রান্তি শেষ হতে না হতেই শীত বিদায়ের পালা শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই বাড়বে রাজ্যের তাপমাত্রা। শনিবার সকালের তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শহরে গরম থাকলেও জেলায় থাকবে শীতের আমেজ। জেলায় তাপমাত্রার পারদ এখনও মোটামুটি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই রয়েছে। জেলার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ জারি থাকবে। তার প্রভাবে বিহার সংলগ্ন জেলাগুলিতে দিনের বেলাতেও শীত থাকবে জাঁকিয়ে।