শুক্রবার পুরুলিয়ায় কাজের স্থায়ীকরণ, সমকাজে সম বেতন সহ চার দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখালো চুক্তভিত্তিক পুরুলিয়া জেলা ব্লক লেবেল ট্রেনার কর্মীরা। পরে জেলাশাসকের নিকট চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন তারা। সমিতির সদস্যা মৌমিতা মিশ্র জানান, ২০১৮ সালে জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত ৫ জন করে কর্মী নিয়োগ করা হয়েছে। কাজের স্থায়ীকরণ নেই, পরিচয় পত্র নেই, মাসিক বেতন নেই।