রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। দক্ষিণ কলকাতার সাউথ সিটির ফ্ল্যাট থেকেই শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। শুভ্রা কুণ্ডুকে প্রশ্ন করা হলে সকল প্রশ্নের সঠিক ভাবে জবাব না দেওয়াতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ পাশাপাশি এদিন তাঁকে সমস্ত নথিপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু সেগুলিও তিনি ঠিক মতন নিয়ে যায়নি বলে অভিযোগ। শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। শুভ্রা কুণ্ডুকে জেরা করে রোজভ্যালি কাণ্ডে আরও অনেক প্রভাবশালী ব্যাক্তির নাম উঠে আসবে বলেই মনে করছেন সিবিআই গোয়েন্দারা৷