শুক্রবার অযোধ্যায় শুরু হল রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহের অভিযান। সকালে সবার আগে চাঁদা স্বরূপ রামমন্দির ট্রাস্টের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন রাস্ত্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি এই প্রচেষ্টাকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। এই কর্মসূচির নাম রাখা হয়েছে শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান। প্রায় দেড় মাস চলবে এই অভিযান। এই অভিযানের মাধ্যমে দেশের প্রায় ১৩ কোটি পরিবারে কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। এই দেড় মাসে বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা দেশের কোটি কোটি মানুষের কাছে গিয়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করবেন। পাশাপাশি যারা রামমন্দির নির্মাণের জন্য অর্থ দান করবেন তাদের কুপন স্বরূপ রসিদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।