তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। নতুন বছরের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের মুখে ইন্দোনেশিয়াবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার পর, ফের শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। কম্পনের মাত্রা ছিল ৬.২ ম্যাগনিটিউড। বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড। সূত্রের খবর, ভূমিকম্পে জেরে বহু ক্ষয়ক্ষতি হবার পাশাসাশি প্রান হাড়িয়েছেন ৭ জন। ইতিমধ্যে প্রায় ৭০০ মানুষ গুরুতর আহত হয়েছে বলে সূত্রের খবর। দ্বীপে যাওয়ার যতগুলি রাস্তা রয়েছে, তার মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ব্রিজ ভেঙে প্রায় যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। ফের ভূমিকম্প হলে এই মাত্রার আরও বড় ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা করছেন সকলেই।