কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ, অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল ইডি। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সুত্রে খবর, ২৩৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। কেডির ওপর নজরদারি চলছে বহুদিন ধরেই। দুই বছর আগে প্রায় ২ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সেই সময়েই দেশের বিভিন্ন জায়গায় কে ডি সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল৷ একাধিক শো-রুম, রিসর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে একাধিক অভিযোগ জমা পড়ে।