ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেওয়াল এবং এইচএস প্রণয়ের করোনা রিপোর্ট মঙ্গলবারই জানা গিয়েছিল পজেটিভ। তবে তাদের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তারা থাইল্যান্ডের ওপেনার হিসেবে বুধবার খলতে পারবেন। প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয় উভয়ই খেলতে পারবেন।