দীর্ঘ অপেক্ষার করোনা প্রতিষেধক ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। তবে টিকা আসলেই যে সকলে করোনা মুক্ত, এমনটা নয় জানালো হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, টিকা এসে গেলেও থাকতে হবে সাবধানে, মানতে হবে করোনা সুরক্ষাবিধি। কারন, হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হু-র মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন জানান, ২০২১-এর মধ্যে ‘হার্ড ইমিউনিটি’ গড়ে ওঠা সম্ভব নয়। তাই আমাদের সকলকেই করোনা বিধি মেনে সাবধানে জীবন যাপন করতে হবে।