হিংসা, মারামারি নয় কিংবা দল ভাঙানোর রাজনীতি নয়। উন্নয়নকে হাতিয়ার করেই ফের বাংলার মসনদে বসাই লক্ষ্য বলে বারবার দাবি করেছে তৃণমূল। সোমবার নদিয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে উন্নয়নের কথা আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় রাজ্য সরকারের তরফে মতুয়া সম্প্রদায়ের জন্য বোর্ড তৈরি করে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানান, নমঃশূদ্র, রাজবংশী, কামতাপুরীদের জনও বোর্ড তৈরি করা হয়েছে। সাঁওতালিভাষী, হিন্দিভাষীদের পাশেও সরকার আছে।”মতুয়ারা সবাই নাগরিক। আমি মুখ্যমন্ত্রী হিসেব বলছি, মতুয়া ভাইবোনেরা সবাই নাগরিক। কোনও NRC বাংলায় হবে না।” এদিন রানাঘাটের হবিবপুরের সভা থেকে এভাবেই মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাসাবাণী দিলেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের বিজেপি ভুল বোঝাচ্ছে। নাগরিকত্বের লোভ দেখিয়ে বিদেশি বানানোর চক্রান্ত করছে বিজেপি। নমঃশূদ্র ভাইবোনেরা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাড়তে পারে? এত সহজ?” “বাংলায় NRC করতে দেব না। NPR করতে দেব না। মানুষের অধিকার কাড়তে দেব না। নিশ্চিন্তে ঘুমোন মায়ের কোলে। নাগরিক আমরা সবাই। আমাদের নাগরিকত্ব কে কাড়বে?” বিজেপির সমালোচনা করতে গিয়ে টানলেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। গেরুয়া শিবিরকে বিঁধে মমতার কটাক্ষ, ‘‘ট্রাম্প যেমন হেরে গিয়েও জিতেছি-জিতেছি করছেন, ঠিক তেমনি বিজেপিও হেরে জিতেছি-জিতেছি করছে।’’