মন্দিরে প্রবেশে আর লাগবে না করোনা নেগেটিভ রিপোর্ট। ২১ শে জানুয়ারি থেকে পুরীর মন্দিরে প্রবেশ করতে লাগবে না কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট, এমনটাই জানিয়েছে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন। এসজেটিএ প্রধান আরও জানান, ২১ জানুয়ারি থেকে ভক্তরা কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট না দেখিয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ২১ ফেব্রুয়ারি অবধি এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। পুর জেলা ম্যাজিস্ট্রেট-কালেক্টর ও পুলিশ সুপার একত্রে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মন্দির প্রশাসন।