বেড়েই চলেছে বার্ড ফ্লু। ৭ রাজ্যের বার্ড ফ্লু পরিস্থিতি ভয়ঙ্কর। মাত্র কয়েকদিনেই মৃত্যু হয়েছে ১২০০ পাখির। রবিবার কেন্দ্র জানিয়েছে, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশে বার্ড ফ্লু সংক্রমণের রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে। তবে দিল্লি-মহারাষ্ট্রের রিপোর্ট এখনও আসেনি। সেখানে পরিযায়ী পাখিদের মৃত্যু নিয়ে ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। সংক্রমণ রুখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে কেন্দ্র। বার্ড ফ্লু পরিস্থিতিতে চূড়ান্ত সতর্ক দিল্লি। রাজধানীতে পাখির আমদানি বন্ধ করা হয়েছে। আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।