বাংলার মানুষকে বিনামুল্যে করোনা প্রতিষেধক দিতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিভিন্ন জেলার পুলিশ কর্তা ও স্বাস্থ্য কর্তাদের কাছে মুখ্যমন্ত্রীর লেখা যে চিঠি গিয়ে পৌঁছেছে, তাতে এমনই ইচ্ছেপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি জানিয়েছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।” বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের পুলিস ও স্বাস্থ্যকর্তাদের কাছে মুখ্যমন্ত্রীর এই চিঠি গিয়ে পৌঁছেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তবে তার সঙ্গে রাজ্যের সমস্ত মানুষকেও বিনামূল্যে টিকা দেওয়ার ভাবনার কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।