প্রবল বন্যার জেরে বিপর্যস্ত মালয়েশিয়ার জনজীবন। এখনও পর্যন্ত এর ফলে ৫০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। আর মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। মৌসুমি বায়ুর কারণে প্রবল বর্ষণ শুরু হয় বেশ কয়েকদিন ধরে মালয়েশিয়ার পুর্ব উপকুলে অবস্থিত পাহাং সহ অনান্য রাজ্যগুলিতে। বিশাল এলাকা জলমগ্ন হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এখনও পর্যন্ত মোট ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। তার মধ্যে শুধু পাহাঙ্গ রাজ্যেই গৃহহীন প্রায় ৩০ হাজার মানুষ।